সম্পর্ক নষ্ট করতে রূপপুর প্রকল্পে দুর্নীতির ভুয়া খবর ছড়ানো হচ্ছে: রুশ দূতাবাস
ঢাকায় রাশিয়ার দূতাবাস বলেছে, রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির ভুয়া খবর যারা ছড়িয়ে দেয়, তারা ইচ্ছাকৃতভাবে এই উচ্চাভিলাষী প্রকল্পটিকে কলঙ্কিত করতে এবং দুই দেশের মধ্যে স্থিতিশীল এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ককে নষ্ট করতে চেষ্টা করে। বুধবার দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।