পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ৯ জনের মৃত্যু
খাইবার পাখতুনখাওয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্যমতে, এখন পর্যন্ত নয়জন মারা গেছে। যাদের মধ্যে সোয়াতে দুজন, বাটগ্রামে দুজন, মনসেরায় চারজন এবং বুনেরে একজন। এ ছাড়া আহত হয়েছে সোয়াতে তিনজন, বাটগ্রামে তিনজন এবং বুনেরে একজনসহ মোট সাতজন।