নগরের কোথাও হাঁটুপানি কোথাও কোমরপানি
‘ঘরে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি। মাটির চুলা ছিল সেটাও পানিতে তলিয়ে গেছে, তাই রান্না করতে পারছি না। খাবার পানিও নেই। আমার এক আত্মীয় কিছু খাবার রান্না করে নিয়ে এসেছেন, তাই দুপুরে খেতে পারছি। রাতে কী করব জানি না।’