দুর্গাপুরে পান চাষে স্বাবলম্বী ১৪ হাজার পরিবার
দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৪ হাজার পরিবার পান চাষের সঙ্গে যুক্ত। এই অঞ্চলের মাটি পান চাষের উপযোগী হওয়ায় চাষিরা এদিকে ঝুঁকছেন। চলতি বছর বাজারে পানের ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে সংশ্লিষ্ট চাষিদের মুখে। উপজেলার নওপাড়া, জয়নগর, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা, কিসমত গণকৈড়সহ সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার