টাকা পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরা খুব মুশকিল: দুদক কমিশনার
দেশের টাকা যাঁরা বাইরে পাচার করেন এবং করছেন, তাঁদের শয়তানের সঙ্গে তুলনা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ‘টাকা পাচারকারীরা হচ্ছে শয়তানের মতো, তাদের ধরা খুব মুশকিল।’