পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যার ভবন নির্মাণ ও দুটি আবাসিক ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রকৌশলী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। সোমবার (২১ এপ্রিল) দুদকের উপসহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।
মামলার আসামিরা হলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মো. বজলুর রহমান, সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমানে খুলনা-৪ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার, সাবেক উপসহকারী প্রকৌশলী বর্তমানে সহকারী প্রকৌশলী, ঝালকাঠি শৈলেন্দ্র নাথ মন্ডল এবং নির্মাণকারী প্রতিষ্ঠান বরিশালের মেসার্স নুরী এন্টারপ্রাইজের মালিক মো. নাসির উদ্দিন লিটু।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে কমপ্লেক্সের ভবনসহ ১ হাজার ও ৮০০ বর্গফুটের পৃথক দুটি আবাসিক ভবন নির্মাণকাজের অনুমোদিত নকশা অনুসরণ না করে ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৭৬২ টাকার কাজের মধ্যে মাত্র ৬৩ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকার কাজ করেছে। বাকি ৭১ লাখ ১৫ হাজার ৭৭৯ টাকা আসামিরা পারস্পরিক যোগসাজশে আত্মসাৎ করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করায় দণ্ডবিধির ৪০৯/৪১০/৫১১/১০৯ ধারায় তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা থেকে ২০০৮ সালের ২৫ জুন দরপত্র আহ্বান করে এবং পরে কার্যাদেশ দেওয়া হয়।
দরপত্রে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চুক্তি ছিল। কিন্তু যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় এবং এ সময়ের মধ্যে ঠিকাদারের নানা অনিয়ম ও ত্রুটি ধরা পড়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নুরী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিল করে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কর্মকর্তা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তিন প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যার ভবন নির্মাণ ও দুটি আবাসিক ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রকৌশলী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। সোমবার (২১ এপ্রিল) দুদকের উপসহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।
মামলার আসামিরা হলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মো. বজলুর রহমান, সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমানে খুলনা-৪ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার, সাবেক উপসহকারী প্রকৌশলী বর্তমানে সহকারী প্রকৌশলী, ঝালকাঠি শৈলেন্দ্র নাথ মন্ডল এবং নির্মাণকারী প্রতিষ্ঠান বরিশালের মেসার্স নুরী এন্টারপ্রাইজের মালিক মো. নাসির উদ্দিন লিটু।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে কমপ্লেক্সের ভবনসহ ১ হাজার ও ৮০০ বর্গফুটের পৃথক দুটি আবাসিক ভবন নির্মাণকাজের অনুমোদিত নকশা অনুসরণ না করে ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৭৬২ টাকার কাজের মধ্যে মাত্র ৬৩ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকার কাজ করেছে। বাকি ৭১ লাখ ১৫ হাজার ৭৭৯ টাকা আসামিরা পারস্পরিক যোগসাজশে আত্মসাৎ করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করায় দণ্ডবিধির ৪০৯/৪১০/৫১১/১০৯ ধারায় তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা থেকে ২০০৮ সালের ২৫ জুন দরপত্র আহ্বান করে এবং পরে কার্যাদেশ দেওয়া হয়।
দরপত্রে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চুক্তি ছিল। কিন্তু যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় এবং এ সময়ের মধ্যে ঠিকাদারের নানা অনিয়ম ও ত্রুটি ধরা পড়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নুরী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিল করে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কর্মকর্তা দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তিন প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে