Ajker Patrika

স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিপু মুনশি। ফাইল ছবি
টিপু মুনশি। ফাইল ছবি

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির বাড়ি, জমি, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছা থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১টি ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি ব্যাংক হিসাবে আছে ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। ৯ শেয়ার ও ২ গাড়ির মূল্য ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।

মালবিকা মুনশির রয়েছে রাজধানীর গুলশানে একটা জমি, একটি ব্যাংক হিসাব, পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।

দুদকের আবেদনে বলা হয়, টিপু মুনশি দায়িত্বে থাকাকালে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। পাশাপাশি তাঁর নামে থাকা ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মোট ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে মামলা করেছে।

এই অবস্থায় আসামিদের নামীয় ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ, গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ হওয়া আবশ্যক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত