দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্ম: লাইভ করেই মিলিয়নেয়ার
রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশ