‘এই হাত ত্রাণের নয়’
নগরের জিইসি মোড় এলাকায় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক রবিউল হাসান (ছদ্মনাম)। তিনি প্রধানমন্ত্রীর উপহার নিতে আসেন জামালখান শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে। যেখানে তার মতো ২৫০ জনের বেশি শিক্ষক ত্রাণ সহায়তা নেন। ১২ কেজি চাল, দুই লিটার তেল, আটা-ময়দাসহ আরও কিছু খাবার সহায়তা পেয়ে তিনি বললেন, ‘এই হাত ত্রাণের নয়