তিস্তার ভাঙনে ১ মাসে বিলীন ৩০০ বিঘা জমি
‘কী করমো বাহে? হামার এলাকার সবার বাড়িঘর, আবাদি জমি সইগ তিস্তা নদী গিলি খাইল। তাও কায়েও দেখে না কী করি মানুষগুলা বাঁচি আছে। জীবন আর চলে না। কাম নাই, প্যাটত ভাত নাই। শেষ পর্যন্ত মাথা গুঁজি থাকার সম্বলটাও নদীত চলি যাওছে।’