ক্যামেরাম্যানকে ‘মোটা’ বলে আলোচনায় দালাই লামা
স্বেচ্ছা নির্বাসনে থাকা তিব্বতি বৌদ্ধধর্মীয় নেতা দালাই লামা এক সাংবাদিকের উদ্দেশে বিরূপ মন্তব্য করে আলোচনায় এসেছেন। ব্রিটেনের সম্প্রচার মাধ্যম চ্যানেল ৪–এর ক্যামেরাম্যানকে উদ্দেশ করে দালাই লামা বলেছিলেন, ‘তুমি তো মোটা, তোমার ডায়েট করা দরকার।’ সেই মন্তব্যের ভিডিও চ্যানেল ৪ সম্প্রচারও করেছে।