৭ তারিখের পরে নেতার নেতৃত্বে প্রতিশোধ নেব: শম্ভুকে মঞ্চে রেখে ইউপি চেয়ারম্যানের হুমকি
মতিউর রহমান রাজা বলেন, ‘আমি শম্ভুদার পক্ষ নিয়ে গৌরীচন্নার জনসভায় বক্তৃতা দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী আমাকে গ্রেপ্তার করিয়েছে আমার বাড়ির সামনে থেকে। জানি না তাঁর কত বড় হাত। আমার নেতা আমাকে জামিন করিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে। বলেছেন, “তুমি ভয় পেয়ো না, নির্বাচন চালিয়ে যাও।” কে কী পারেন আর কে কী পারেন ন