রেকর্ড গড়ল অক্টোবরের বৈশ্বিক তাপমাত্রা
বিশ্বজুড়ে সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের গড় তাপমাত্রায় অতীতে যে রেকর্ড ছিল তার চেয়ে এবার শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।