ভুক্তভোগী তরুণীদের অদ্ভুত বিড়ম্বনা
‘কারও সঙ্গে দেখা হলেই বলে, এই তুই ভারতে পাচার হয়েছিলি না? টিভিতে তোকে দেখেছি। হাত-মুখ ঝাপসা ছিল, কিন্তু তোর গলার স্বর শুনে বুঝেছি। আত্মীয়স্বজন-বন্ধুদের কাছ থেকে এসব কথা বারবার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয়, না ফিরলেই ভালো হতো।’