Ajker Patrika

তরুণীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক প্রেমিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তরুণীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক প্রেমিক আটক

চট্টগ্রামে তরুণীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে মাঈন উদ্দিন হিরণ চৌধুরী (৪০) নামে ওই তরুনীর সাবেক প্রেমিককে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার রাতে চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

অভিযুক্ত যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম কদলপুর গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭-এর  জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, বছরখানেক আগে পরিচয় থেকে ভিকটিমের সঙ্গে মাঈন উদ্দিন হিরণের প্রেমের সম্পর্ক গড়ে ‍উঠে। একটি সময় অভিযুক্ত যুবক ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনাটি নিয়ে ওই যুবক তখন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরে ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় ওই তরুণীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এতে বিফল হয়ে পরে ওই যুবক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

ওই তরুণীর একটি অভিযোগ পেয়ে পরে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

এ সময় তাঁর কাছ থেকে মোবাইল, আপত্তিকর ছবির স্ক্রিনশট ও তরুণীর সঙ্গে কথোপকথনের একটি সিডি উদ্ধার করা হয়েছে। পরে অভিযুক্তকে চকবাজার থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত