আগারগাঁওয়ে চালু হলো হলিডে মার্কেট, সব ওয়ার্ডে করার অঙ্গীকার মেয়র আতিকের
ডিএসসিসির সব ওয়ার্ডে হলিডে মার্কেট চালুর অঙ্গীকার করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আগারগাঁওয়ের এই হলিডে মার্কেট সফল হলে আমি আপনাদের কথা দিচ্ছি, ৫৪টি ওয়ার্ডে হলিডে মার্কেট চালু করব। এর জন্য সহযোগিতা চাই পুলিশ প্রশাসন থেকে, জনগণ থেকে, ক্রেতাসাধারণ থেকে।’