এখনো অধরা আনিসুলের স্বপ্ন
লাল ইট দিয়ে তৈরি করা হয়েছে স্থাপনা। পাশে পাতা বেঞ্চ ও টেবিল। টেবিলের পাশে রকমারি ফুলের সমাহার। রয়েছে বাঁশঝাড়, হাসনাহেনা, কাঠগোলাপসহ নানা ফুলগাছ। এমন দৃষ্টিনন্দন পরিবেশে নগরবাসী চা-কফি খেতে খেতে গল্প করবেন, আড্ডা দেবেন—এই স্বপ্ন ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের।