জঙ্গি হামলার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের অপেক্ষায়
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের এই দিনে শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের আগে তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের ছোড়া গ্রেনেড, গুলি ও চাপাতির আঘাতে দুই পুলিশ কনস্টেবল, এক গৃহবধূ নিহত হন। মারা যান এক জঙ্গিও।