নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয় হেফাজত ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে আসামির উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলায় এ নিয়ে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ সাক্ষ্য দেন সোনারগাঁ থানার সাবেক সহকারী উপপরিদর্শক এজাজুল হক ও মামুনুল হকের দাবি করা স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাসার মালিক মোশাররফ হোসেন। একই দিন ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সাবলেট বাসার ভাড়াটিয়া সালমা খানের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তারা আসেননি।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জুন ধার্য করা হয়েছে।
এর আগে, সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় মাওলানা মামুনুল হককে আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়। এ মামলার সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে আদালত এলাকায় মানুষের ভিড় জমে। পাশাপাশি পুলিশের বাড়তি ফোর্স মোতায়েন করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ যারা আদালতে মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তার কথার সঙ্গে জবানবন্দির বক্তব্যের মিল পাওয়া যায়নি। তারা সবাই দাবি করেছেন, অন্যদের কাছ থেকে বিষয়টি শুনেছেন। এতেই প্রমাণিত হয় বিষয়টি পরিকল্পিত মিথ্যা মামলা। আদালতের রায়ে আমার মক্কেল নির্দোষ প্রমাণিত হবেন।’
একই বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যারা সাক্ষী দিয়েছেন তারা বলেছেন মামুনুল হক এই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছিলেন তিনি। আজ দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জান্নাত আরার সঙ্গে অবস্থান করার সময় স্থানীয়রা তাকে ঘেরাও করে। খবর পেয়ে হেফাজত নেতা কর্মীরা রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুল হককে নিয়ে যায়। এ ঘটনায় ৩০ এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগ আনেন ওই নারী। যদিও তাকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন তিনি। ওই বছরের ৩ নভেম্বর ধর্ষণ মামলার বিচারকাজ শুরু হলে ২৪ নভেম্বর মামুনুল হকের উপস্থিতিতে আদালতে সাক্ষ্য দেন জান্নাত আরা ঝর্ণা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় হেফাজত ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে আসামির উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলায় এ নিয়ে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ সাক্ষ্য দেন সোনারগাঁ থানার সাবেক সহকারী উপপরিদর্শক এজাজুল হক ও মামুনুল হকের দাবি করা স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাসার মালিক মোশাররফ হোসেন। একই দিন ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সাবলেট বাসার ভাড়াটিয়া সালমা খানের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তারা আসেননি।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জুন ধার্য করা হয়েছে।
এর আগে, সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় মাওলানা মামুনুল হককে আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়। এ মামলার সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে আদালত এলাকায় মানুষের ভিড় জমে। পাশাপাশি পুলিশের বাড়তি ফোর্স মোতায়েন করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ যারা আদালতে মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তার কথার সঙ্গে জবানবন্দির বক্তব্যের মিল পাওয়া যায়নি। তারা সবাই দাবি করেছেন, অন্যদের কাছ থেকে বিষয়টি শুনেছেন। এতেই প্রমাণিত হয় বিষয়টি পরিকল্পিত মিথ্যা মামলা। আদালতের রায়ে আমার মক্কেল নির্দোষ প্রমাণিত হবেন।’
একই বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যারা সাক্ষী দিয়েছেন তারা বলেছেন মামুনুল হক এই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছিলেন তিনি। আজ দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জান্নাত আরার সঙ্গে অবস্থান করার সময় স্থানীয়রা তাকে ঘেরাও করে। খবর পেয়ে হেফাজত নেতা কর্মীরা রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুল হককে নিয়ে যায়। এ ঘটনায় ৩০ এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগ আনেন ওই নারী। যদিও তাকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন তিনি। ওই বছরের ৩ নভেম্বর ধর্ষণ মামলার বিচারকাজ শুরু হলে ২৪ নভেম্বর মামুনুল হকের উপস্থিতিতে আদালতে সাক্ষ্য দেন জান্নাত আরা ঝর্ণা।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫