গ্রিনিজের আকুতি টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পৌষের এই শীতকাতর দুপুরে কুসুম উষ্ণতা ছড়াল তাঁর প্রতিটি কথা। যেভাবে তিনি তাঁর বারবাডিয়ান সঙ্গী ডেসমন্ড হেইন্সকে নিয়ে ক্যালিপসো সুর তুলতেন ২২ গজে, গতকাল উপস্থিত দর্শকেরা একইভাবে উপভোগ করলেন স্যার কাথবার্ট গর্ডন গ্রিনিজের প্রতিটি কথা।