Ajker Patrika

বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টেও বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৪: ১২
বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টেও বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে বৃষ্টিও। বৃষ্টিতে গতকাল তৃতীয় দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছিল।

তবু এই টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। ৩২৬ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৫ রান করেছিল দ্বিতীয় দিনেই। আজ বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলাও শুরু হয়েছে কয়েক ঘণ্টা দেরিতে। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স ৪৭৫ রানেই ইনিংস ঘোষণা করেন। ৫ রানের আক্ষেপে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারেননি উসমান খাজা। ৩৬৮ বলে ১৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়ার ৪৭৫-এর জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। অধিনায়ক ডিন এলগার করেন ১৫ রান, সারেল আরউই ১৮ রান করেন এবং ২ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন হেইনরিখ ক্লাসেন। প্রথম তিন উইকেট নিয়েছেন জস হ্যাজলউড, নাথান লায়ন ও প্যাট কামিন্স। বিপদে পড়া দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন টেম্বা বাভুমা ও খায়া জোন্ডো। বাভুমা-জোন্ডো চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান।

বাভুমাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট জুটি ভাঙেন হ্যাজলউড। ৩৫ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন বাভুমা। এরপর পঞ্চম উইকেট জুটিতে কাইল ভেরেইনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন জোন্ডো। ৩৯ রান করা জোন্ডোর উইকেট নিয়ে এই সাময়িক প্রতিরোধ ভেঙে দেন কামিন্স। জোন্ডোর পর ভেরেইনের উইকেটও দ্রুত তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ৬ উইকেটে ১৪৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। মার্কো ইয়ানসেন অপরাজিত ১০ রানে এবং সায়মন হারমার ৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কামিন্স ৩ উইকেট, হ্যাজলউড ২ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন লায়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত