শততম টেস্টের আগে হঠাৎ কেন তোপের মুখে অশ্বিন
সংখ্যার খেলা ক্রিকেটে কত রেকর্ডই তো নিজের নামে লিখিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিন দাঁড়িয়ে আছেন শততম টেস্টের মাইলফলকের সামনে। অশ্বিনের কাছে সেটা (শততম টেস্ট) যতই সংখ্যা মনে হোক, এটা নিয়ে তাঁর রোমাঞ্চিত থাকাটাই স্বাভাবিক। তবে রোমাঞ্চিত হওয়ার বদলে অশ্বিন হয়তো এখন মন খারাপ করে বসে আছেন।