ইলন মাস্ক টুইটার ব্যবহারে খুব কাঁচা, স্বীকার করলেন বান্ধবী
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।