Ajker Patrika

এবার স্যাটার ডে নাইট লাইভের উপস্থাপক ইলন মাস্ক

এবার স্যাটার ডে নাইট লাইভের উপস্থাপক ইলন মাস্ক

ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।

স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।

এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।

এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।

যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।

এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত