ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে