বারবার একই ফল, বিজয়ী দলের নাম অস্ট্রেলিয়া
২০১৫, ২০১৯ ও ২০২১–সর্বশেষ তিনটি বিশ্বকাপ একই বিন্দুতে এসে মিলেছে। তিনটিতেই হারের পিঠে নিউজিল্যান্ডের নাম। দুটিতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, একটিতে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে তাও অদ্ভুত এক সমীকরণের ফাঁদে কাটা পড়ে কিউইদের স্বপ্ন।