নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার রেশ থাকতেই বাংলাদেশের সামনে আরেকটি চ্যালেঞ্জ। মিরপুরে আজ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ। যে সিরিজ দিয়ে নতুন এক যুগের সূচনাও হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। গতকাল বাংলাদেশ অধিনায়কের সিরিজ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নতুনদের বাজিয়ে দেখার বিষয় তো এলই, প্রাসঙ্গিকভাবে এসেছে সিরিজে মুশফিকুর রহিমের না থাকা, মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব, উইকেট-কন্ডিশনের মতো কিছু আলোচিত বিষয়ও—
মুশফিকের না থাকা
পাকিস্তান সিরিজে মুশফিকের না থাকা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। মাহমুদউল্লাহ অবশ্য বিষয়টি টিম ম্যানেজমেন্টের দিকে ঠেলে দিচ্ছেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’
নতুন দলের চ্যালেঞ্জ
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে বাংলাদেশ সেখানে ছয় ক্রিকেটারও নতুন। তুলনামূলক তরুণ দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশ দলকে। মাহমুদউল্লাহ অবশ্য বলেছেন, ‘এটা ঠিক যে এটা খুবই নতুন একটা দল। অভিজ্ঞতা সব সময় সহায়তা করে। যেহেতু সাকিব, মুশি (মুশফিকুর রহিম) নেই, সম্ভবত সিদ্ধান্ত নিতে…। যদিও ও রকম কখনো বোধ করি না। অবশ্য ওরা থাকলে ওদের পরামর্শ সব সময়ই কাজে আসে।’
উইকেট কেমন হবে
আগস্ট-সেপ্টেম্বরে দেশের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও উইকেট নিয়ে কম কথা হয়নি। এবার স্পোর্টিং উইকেটই হবে বলে প্রত্যাশা মাহমুদউল্লাহর, ‘উইকেট ভালোই মনে হলো। আশা করি, এটা ভালো উইকেট হবে। এটা ঠিক, বিশ্বকাপের পর আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। সামর্থ্যের প্রমাণ দিতে এই সিরিজ ভালো একটা সুযোগ। ইনশা আল্লাহ সবার চাহিদাই (উইকেট নিয়ে) পূরণ হবে।’
ওপেনিং নিয়ে চিন্তা
এই সিরিজে নতুন ওপেনিং জুটি নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। লিটন-সৌম্য না থাকায় ওপেনিংয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসান কিংবা নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে। এমনিতেই ওপেনিং বাংলাদেশের সব সময়ের দুশ্চিন্তার বিষয়, এবার সেটি আরও বাড়ার কথা। মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই মুহূর্তে বেশ কয়েকজন বিবেচনা আছে। সাইফ (হাসান), শান্ত (নাজমুল হোসেন), নাঈম আছে। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর বিশ্বাস করি, আমাদের শুরুটা সব সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমরা ভালো শুরু করব।’
বিশ্বকাপ-প্রসঙ্গে ‘না’
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়ে সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। সেই হতাশার অভিজ্ঞতা আর সামনে আনতে চান না মাহমুদউল্লাহ। সব ফোকাস রাখতে চান এই সিরিজে, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলছে চাচ্ছি না। আসলে ফোকাস রাখছি এই টি-টোয়েন্টি সিরিজে। এই তিনটা ম্যাচ আমরা দলের জন্য কতটুকু ভালো অবদান রাখতে পারি ব্যক্তিগতভাবে সেটিই মুখ্য বিষয় এবং ওটাতেই ফোকাস রাখছি। আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি সবকিছু।’
অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন
বিশ্বকাপে ভরাডুবির পর মাহমুদউল্লাহর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক এ নিয়ে একেবারেই চিন্তিত নন, ‘এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের বিষয়। এ বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নই। যদি তারা আমাকে যোগ্য মনে করেন তো চালিয়ে যাব।’
আবার দর্শকের সামনে খেলা
এই সিরিজ দিয়ে দেড় বছরেরও বেশি সময় পর দর্শক ফিরছে মিরপুরে। দর্শকদের সামনে খেলতে উন্মুখ মাহমুদউল্লাহও। তিনি বলেছেন, ‘দর্শকেরা অনেক দিন পর মাঠে ফিরছে এটা অনেক ভালো লাগছে। সব সময় দর্শকেরা আমাদের সমর্থন করেন। আমরা চেষ্টা করব তাদের বিশ্বাসটা আমাদের পারফরম্যান্স দিয়ে অটুট রাখতে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার রেশ থাকতেই বাংলাদেশের সামনে আরেকটি চ্যালেঞ্জ। মিরপুরে আজ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ। যে সিরিজ দিয়ে নতুন এক যুগের সূচনাও হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। গতকাল বাংলাদেশ অধিনায়কের সিরিজ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নতুনদের বাজিয়ে দেখার বিষয় তো এলই, প্রাসঙ্গিকভাবে এসেছে সিরিজে মুশফিকুর রহিমের না থাকা, মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব, উইকেট-কন্ডিশনের মতো কিছু আলোচিত বিষয়ও—
মুশফিকের না থাকা
পাকিস্তান সিরিজে মুশফিকের না থাকা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। মাহমুদউল্লাহ অবশ্য বিষয়টি টিম ম্যানেজমেন্টের দিকে ঠেলে দিচ্ছেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’
নতুন দলের চ্যালেঞ্জ
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে বাংলাদেশ সেখানে ছয় ক্রিকেটারও নতুন। তুলনামূলক তরুণ দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশ দলকে। মাহমুদউল্লাহ অবশ্য বলেছেন, ‘এটা ঠিক যে এটা খুবই নতুন একটা দল। অভিজ্ঞতা সব সময় সহায়তা করে। যেহেতু সাকিব, মুশি (মুশফিকুর রহিম) নেই, সম্ভবত সিদ্ধান্ত নিতে…। যদিও ও রকম কখনো বোধ করি না। অবশ্য ওরা থাকলে ওদের পরামর্শ সব সময়ই কাজে আসে।’
উইকেট কেমন হবে
আগস্ট-সেপ্টেম্বরে দেশের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও উইকেট নিয়ে কম কথা হয়নি। এবার স্পোর্টিং উইকেটই হবে বলে প্রত্যাশা মাহমুদউল্লাহর, ‘উইকেট ভালোই মনে হলো। আশা করি, এটা ভালো উইকেট হবে। এটা ঠিক, বিশ্বকাপের পর আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। সামর্থ্যের প্রমাণ দিতে এই সিরিজ ভালো একটা সুযোগ। ইনশা আল্লাহ সবার চাহিদাই (উইকেট নিয়ে) পূরণ হবে।’
ওপেনিং নিয়ে চিন্তা
এই সিরিজে নতুন ওপেনিং জুটি নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। লিটন-সৌম্য না থাকায় ওপেনিংয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসান কিংবা নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে। এমনিতেই ওপেনিং বাংলাদেশের সব সময়ের দুশ্চিন্তার বিষয়, এবার সেটি আরও বাড়ার কথা। মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই মুহূর্তে বেশ কয়েকজন বিবেচনা আছে। সাইফ (হাসান), শান্ত (নাজমুল হোসেন), নাঈম আছে। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর বিশ্বাস করি, আমাদের শুরুটা সব সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমরা ভালো শুরু করব।’
বিশ্বকাপ-প্রসঙ্গে ‘না’
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়ে সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। সেই হতাশার অভিজ্ঞতা আর সামনে আনতে চান না মাহমুদউল্লাহ। সব ফোকাস রাখতে চান এই সিরিজে, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলছে চাচ্ছি না। আসলে ফোকাস রাখছি এই টি-টোয়েন্টি সিরিজে। এই তিনটা ম্যাচ আমরা দলের জন্য কতটুকু ভালো অবদান রাখতে পারি ব্যক্তিগতভাবে সেটিই মুখ্য বিষয় এবং ওটাতেই ফোকাস রাখছি। আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি সবকিছু।’
অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন
বিশ্বকাপে ভরাডুবির পর মাহমুদউল্লাহর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক এ নিয়ে একেবারেই চিন্তিত নন, ‘এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের বিষয়। এ বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নই। যদি তারা আমাকে যোগ্য মনে করেন তো চালিয়ে যাব।’
আবার দর্শকের সামনে খেলা
এই সিরিজ দিয়ে দেড় বছরেরও বেশি সময় পর দর্শক ফিরছে মিরপুরে। দর্শকদের সামনে খেলতে উন্মুখ মাহমুদউল্লাহও। তিনি বলেছেন, ‘দর্শকেরা অনেক দিন পর মাঠে ফিরছে এটা অনেক ভালো লাগছে। সব সময় দর্শকেরা আমাদের সমর্থন করেন। আমরা চেষ্টা করব তাদের বিশ্বাসটা আমাদের পারফরম্যান্স দিয়ে অটুট রাখতে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫