ফের টিকটকের যে ফিচার নকল করল ফেসবুক
ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।