কমেছে বাস, বেড়েছে ভাড়া ও ভোগান্তি
সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরই ভাড়া বেড়েছে আন্তজেলাসহ দূরপাল্লার বাসে। এমনকি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার (প্যাডেল ও ব্যাটারি উভয়ই) চালকেরাও যাত্রীদের কাছ থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। এরপরও পরিবহন-সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গতকাল শনিবার টাঙ্গাইল সদর, মধুপুর ও শেরপুর ঘুরে দেখা গেছে এ