‘উল্টো পথে’ বারবার কয়েদি মুক্তির চেষ্টা
‘জহিরের বিরুদ্ধে মোট ১১টি মামলা। সব মামলাতেই সে সাজাপ্রাপ্ত। অথচ, তিনটি মামলায় ৬ মাস করে এবং একটি মামলায় তিন মাস কারাভোগের পরেই তাঁর আইনজীবী আদালতে রিট করেছেন। রিটে হাইকোর্টকে জানানো হয়, ২১ মাস সাজা খাটা শেষ হলেও আরও ২৩ মাস আটকে রাখা হয়েছে।