ইংল্যান্ড নয়, জিম্বাবুয়ের হয়েই খেলতে চান কারানের ভাই
টম কারান, স্যাম কারান, বেন কারান—সামাজিক মাধ্যমে এই তিন কারান ভাইয়ের ছবি ভাইরাল গত কদিন ধরে। আলোচনায় আসবে না-ই বা কেন? কারানের পরিবারই যে ক্রিকেটকেন্দ্রিক। ইংল্যান্ড-জিম্বাবুয়ে দুই দেশের মধ্যে দারুণ যোগসূত্র রয়েছে কারান পরিবারের।