বাংলাদেশের কাছে জিম্বাবুয়ের আবহাওয়া ভালো, উইকেট কঠিন
জুলাই মাস জিম্বাবুয়ের সবচেয়ে শীতলতম মাস, বাংলাদেশে ডিসেম্বরের মতো। দিনের মিঠে রোদে আরামই অনুভূত হয় বেশি। রাত বাড়তে বাড়তে অবশ্য জেঁকে বেসে শীত। জিম্বাবুয়েতে গিয়ে এই রোমান্টিক আবহাওয়াটা পছন্দ হয়েছে দলের সঙ্গে থাকা নির্বাচক আবদুর রাজ্জাকের।