মায়ের জন্য পান কিনতে গিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
শেরপুরের শ্রীবরদীতে ধানখেত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. জসিম (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাঁসধরা গ্রামের একটি ধানখেত থেকে জসিমের রক্তাক্ত লাশ উদ্ধার করে শ্রীবরদী থানা-পুলিশ। নিহত জসিম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হাঁসধরা পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।