নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে কাউছার চৌধুরী পাবেল (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদারকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর রাতেই তাঁকে আটক করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জে কাউছার চৌধুরী পাবেল নামের এক যুবককে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদারকে (২২) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর রাতেই তাঁকে আটক করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদার। পাবেল নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছেন আবিদ হাসান তালুকদার। মুমূর্ষু অবস্থায় পাবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবিদ হাসান তালুকদারকে আটক করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের মিলন মেডিকেল হলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কাউছার মধ্যবাজারের আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে। গ্রেপ্তার আবিদ হাসান তালুকদার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলায় একটি কাজে যান কাউছার চৌধুরী পাবেল। কাজ শেষে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদের সামনে তুচ্ছ বিষয় নিয়ে পাবেলের সঙ্গে আবিদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পাবেল মায়ের ওষুধ আনতে মিলন মেডিকেল হলের সামনে গেলে আবিদ হাসান তালুকদার ও তাঁর সহযোগী সানি তালুকদার তাঁর ওপর হামলা চালান।
এ সময় পাবেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আবিদ হাসান তালুকদার। রক্তাক্ত অবস্থায় পাবেলকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনার পর নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের ওসমানী রোডের তালুকদার সুপার মার্কেট থেকে আবিদ হাসান তালুকদারকে আটক করে। এ ঘটনায় রাতেই পাবেলের বাবা আব্দুল কাইয়ুম চৌধুরী বাদী হয়ে আবিদ হাসান তালুকদার ও সানি তালুকদারকে আসামি করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে অভিযুক্ত আবিদ হাসান তালুকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আবিদ হাসান তালুকদার ইতিপূর্বে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর আবিদ হাসান তালুকদার আপন চাচা খালিছ মিয়া তালুকদারকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় আবিদকে পুলিশ গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থাকার পর আবিদ জামিনে বের হয়ে আসেন। এ ছাড়া একাধিক লোকজনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
হবিগঞ্জের নবীগঞ্জে কাউছার চৌধুরী পাবেল (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদারকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর রাতেই তাঁকে আটক করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জে কাউছার চৌধুরী পাবেল নামের এক যুবককে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদারকে (২২) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর রাতেই তাঁকে আটক করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান তালুকদার। পাবেল নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছেন আবিদ হাসান তালুকদার। মুমূর্ষু অবস্থায় পাবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবিদ হাসান তালুকদারকে আটক করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের মিলন মেডিকেল হলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কাউছার মধ্যবাজারের আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে। গ্রেপ্তার আবিদ হাসান তালুকদার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলায় একটি কাজে যান কাউছার চৌধুরী পাবেল। কাজ শেষে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদের সামনে তুচ্ছ বিষয় নিয়ে পাবেলের সঙ্গে আবিদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পাবেল মায়ের ওষুধ আনতে মিলন মেডিকেল হলের সামনে গেলে আবিদ হাসান তালুকদার ও তাঁর সহযোগী সানি তালুকদার তাঁর ওপর হামলা চালান।
এ সময় পাবেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আবিদ হাসান তালুকদার। রক্তাক্ত অবস্থায় পাবেলকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনার পর নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের ওসমানী রোডের তালুকদার সুপার মার্কেট থেকে আবিদ হাসান তালুকদারকে আটক করে। এ ঘটনায় রাতেই পাবেলের বাবা আব্দুল কাইয়ুম চৌধুরী বাদী হয়ে আবিদ হাসান তালুকদার ও সানি তালুকদারকে আসামি করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে অভিযুক্ত আবিদ হাসান তালুকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আবিদ হাসান তালুকদার ইতিপূর্বে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর আবিদ হাসান তালুকদার আপন চাচা খালিছ মিয়া তালুকদারকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় আবিদকে পুলিশ গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থাকার পর আবিদ জামিনে বের হয়ে আসেন। এ ছাড়া একাধিক লোকজনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫