ওয়েডিং ফটোগ্রাফি করতে বেরিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল ছুরিকাহত লাশ
চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ চান্দগাঁও থানাধীন ওই আবাসিক এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ বলছে, যুবকের মাথা, পা ও বুকে ছুরিকাঘাতের ছয়টি চিহ্ন রয়েছে।