ছেঁড়া নোট না নেওয়ায় ছুরিকাঘাত, দোকানি সংকটাপন্ন, ছেলের মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে সিগারেট কিনে টাকা দেওয়ার সময় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকান মালিক ও ছেলেকে ছুরিকাঘাত করেন ক্রেতা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বাবাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করা হয়।