চ্যাটজিপিটি নাকি গুগল এআই বার্ড
গুগল এআই বার্ড হলো একধরনের চ্যাটবট, যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেট করেছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবে। আর এই ‘বার্ড’ দুই বছর আগে প্রকাশ করা ল্যাম্বডার আধুনিক সংস্করণ।