প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি চ্যাটজিপিটির প্রতিযোগী ‘বার্ড’ নিয়ে আসে গুগল। আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানরত ব্যবহারকারীরাই এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এরই মধ্যে গুগলের নতুন এই চ্যাটবট জন্ম দিয়েছে সমালোচনার। এক কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞকে বার্ড জানায়, এটিকে জিমেইলের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বার্ডের এই তথ্যকে অসত্য বলে জানিয়েছে গুগল।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ কেট ক্রফোর্ড টুইটারে বার্ড চ্যাটবটের সঙ্গে তার চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন। স্ক্রিনশটে দেখা যায়, ক্রফোর্ড বার্ডকে জিজ্ঞেস করেন- একে প্রশিক্ষণ দেওয়ার ডেটাসেট কোথা থেকে নেওয়া হয়েছে।
উত্তরে বার্ড জানায়, ‘বিভিন্ন উৎস থেকেই আসে, যার মধ্যে একটি হলো গুগলের অভ্যন্তরীণ ডেটা। জিমেইলও এর অন্তর্ভুক্ত।’
ক্রফোর্ড লেখেন, ‘বার্ডের প্রশিক্ষণ ডেটাসেটে জিমেইলের অন্তর্ভুক্তি নিয়ে কেউ কি উদ্বিগ্ন? আমি ধরে নিচ্ছি এটি সম্পূর্ণ ভুল তথ্য। তবে যদি সঠিক হয়, তাহলে গুগল অবশ্যই কিছু গুরুতর আইনি সীমা অতিক্রম করছে।’
ক্রফোর্ডের টুইটের কয়েক ঘণ্টা পর এক টুইটে গুগল জানায়, ‘বার্ড আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এটি ভুল উত্তর দিচ্ছে। এটি জিমেইল ডেটাতে প্রশিক্ষিত নয়।’
২০২২ সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাটবট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা নিবন্ধন করে চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য দেশের ব্যবহারকারীর জন্যও এই চ্যাটবটের সুবিধা আনা হবে।
ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় দুই বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলের মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এদিকে, গত মাসে এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয় গুগল। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারায়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত ৬ ফেব্রুয়ারি এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্যগুলোর মধ্যে একটি ছিল— জেমস ওয়েব হলো প্রথম টেলিস্কোপ, যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।
বার্ডের এই ভুল চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারায়।
সম্প্রতি, জিমেইলে এআই টুল আনার ঘোষণা দেয় গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, শুধু জিমেইল নয়, একই সঙ্গে কোলাবরেশন ও ক্লাউড সফটওয়্যারেও ব্যবহার করা হবে এআই টুল। এক ব্লগ পোস্টে গুগল জানায়, এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
সম্প্রতি চ্যাটজিপিটির প্রতিযোগী ‘বার্ড’ নিয়ে আসে গুগল। আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানরত ব্যবহারকারীরাই এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এরই মধ্যে গুগলের নতুন এই চ্যাটবট জন্ম দিয়েছে সমালোচনার। এক কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞকে বার্ড জানায়, এটিকে জিমেইলের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বার্ডের এই তথ্যকে অসত্য বলে জানিয়েছে গুগল।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ কেট ক্রফোর্ড টুইটারে বার্ড চ্যাটবটের সঙ্গে তার চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন। স্ক্রিনশটে দেখা যায়, ক্রফোর্ড বার্ডকে জিজ্ঞেস করেন- একে প্রশিক্ষণ দেওয়ার ডেটাসেট কোথা থেকে নেওয়া হয়েছে।
উত্তরে বার্ড জানায়, ‘বিভিন্ন উৎস থেকেই আসে, যার মধ্যে একটি হলো গুগলের অভ্যন্তরীণ ডেটা। জিমেইলও এর অন্তর্ভুক্ত।’
ক্রফোর্ড লেখেন, ‘বার্ডের প্রশিক্ষণ ডেটাসেটে জিমেইলের অন্তর্ভুক্তি নিয়ে কেউ কি উদ্বিগ্ন? আমি ধরে নিচ্ছি এটি সম্পূর্ণ ভুল তথ্য। তবে যদি সঠিক হয়, তাহলে গুগল অবশ্যই কিছু গুরুতর আইনি সীমা অতিক্রম করছে।’
ক্রফোর্ডের টুইটের কয়েক ঘণ্টা পর এক টুইটে গুগল জানায়, ‘বার্ড আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এটি ভুল উত্তর দিচ্ছে। এটি জিমেইল ডেটাতে প্রশিক্ষিত নয়।’
২০২২ সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাটবট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা নিবন্ধন করে চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য দেশের ব্যবহারকারীর জন্যও এই চ্যাটবটের সুবিধা আনা হবে।
ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় দুই বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলের মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এদিকে, গত মাসে এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয় গুগল। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারায়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত ৬ ফেব্রুয়ারি এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্যগুলোর মধ্যে একটি ছিল— জেমস ওয়েব হলো প্রথম টেলিস্কোপ, যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।
বার্ডের এই ভুল চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারায়।
সম্প্রতি, জিমেইলে এআই টুল আনার ঘোষণা দেয় গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, শুধু জিমেইল নয়, একই সঙ্গে কোলাবরেশন ও ক্লাউড সফটওয়্যারেও ব্যবহার করা হবে এআই টুল। এক ব্লগ পোস্টে গুগল জানায়, এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে