দুই দশকে ব্যান্ড চিরকুট জানুয়ারিতে কনসার্ট
চিরকুটকে এখন নতুনভাবে চিনিয়ে দিতে হয় না। শারমিন সুলতানা সুমীর হাতে গড়া এ ব্যান্ডের জনপ্রিয়তা পৌঁছে গেছে দেশের প্রতি কোনায়। ‘জাদুর শহর’, ‘মরে যাব’, ‘কানামাছি’, ‘খাজনা’সহ চিরকুটের অসংখ্য গান মানুষের মুখে মুখে ফেরে।