সুমি বললেন– দেশ ও দশের পাশে দাঁড়ান, গাইলেন গান
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি।