মুর্তজা বশীরকে লেখা ড. মুহম্মদ শহীদুল্লাহ্র চিঠি
বহু ভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্ প্রথম দিকে চাননি তাঁর পুত্র মুর্তজা বশীর চিত্রশিল্পী হোক, চারুকলায় ভর্তি হোক। মুর্তজা বশীর তাঁর বাবাকে যখন আর্ট স্কুলে ভর্তি হওয়ার কথা বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছিলেন, ‘আমি প্যারিসে ছিলাম, সেখানে আর্টিস্টদের দেখেছি খুব অভা