বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা
কিশোরগঞ্জের হোসেনপুরের বিভিন্ন এলাকায় ইরি-বোরো ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে বোরো চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। স্থানীয় কৃষকেরা বলছেন, গেল মৌসুমে বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকদের মধ্যে বোরো চাষের আগ্রহ বেড়েছে।