ড্রেন হবে মাত্র ২৫০ মিটার, গাছ কাটা হচ্ছে ২ কিলোমিটারের
আমনুরা বাজারের ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘গাছগুলা হারাক ছায়া দিত। জেলা পরিষদের এখুন টাকার খুব দরকার। তাই কাইট্যা ফেলছে। হারা আর কী কহাবো? কহার কুনু জাগা আছে? শুননু যে আড়াই শ গাছ বিককিরি করা হয়্যাছে। এখুন দেখছি হাজারের বেশি কাছ কাইট্যা সাপা কইররা দিছে। এগলা তো দেখার কেহু নাই। যা ইচ্ছা তাই চলছে।’