চাঁপাইয়ে ‘কালটারে’ শেষ আমবাগান
এখন আমের মৌসুম। আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে বাগানে বাগানে চলছে গাছের পরিচর্যা। আবার অনেক বাগানের গাছ কেটে ফেলা হচ্ছে এই জেলায়। বাগানমালিক ও আম গবেষকেরা জানান, বিশাল বিশাল আকারের এসব গাছে এখন আম ধরছে না। মাত্রাতিরিক্ত ‘কালটার’ (গাছের বৃদ্ধি রোধ করে ফলন বাড়াতে ব্যবহার করা রাসায়নিক) ব্যবহারে এ পরিস্থিতি