Ajker Patrika

পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে গেলেন যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৬: ২৫
পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে গেলেন যুবক

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে এক যুবক পড়ে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুরে এ ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। 

ওই যুবকের নাম রনি বর্মণ (২২)। তিনি নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মণের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বর্মণ বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু নলকূপের মুখে কোনো ঢাকনা না থাকায় হঠাৎ রনি পাইপের মধ্যে পড়ে যান। 

নলকূপটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)। যার গভীরতা প্রায় ১৪০ ফুট। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। 

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল হক বলেন, ‘লোক-প্রযুক্তি যা আছে, সবগুলো ব্যবহার করেও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ইউনিটকে কল দেওয়া হয়েছে। তারা আসলে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা চেষ্টা করছি যুবককে যেন জীবিত উদ্ধার করা যায়। প্রাথমিকভাবে বেঁচে থাকার আলামত পাওয়া গেছে।’ 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকায় তাঁকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। 

ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া পাইপের মুখে ঢাকনা না থাকার বিষয়ে তিনি বলেন, এখানে যদি কারও গাফিলতি থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পাইপের মধ্যে তাঁর শব্দ পাওয়া যাওয়ায় তিনি এখনো জীবিত আছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত