আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল: পপি
অনেক দিন ধরেই আত্মগোপনে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এর মধ্যে তাঁর বিয়ে, সন্তান হওয়ার খবর ছড়িয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে বুধবার দুপুরে পপির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইউটিবউবে। ওই ভিডিওতে পপি বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। বলেছেন, কেন তিনি সিনেমা থেকে দূরে!