রোববার থেকে আবার পূর্ণিমা
অনেক দিন তো কেটে গেল। সেই যে বছর দুয়েক আগে ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন পূর্ণিমা, এর পর থেকে সব ধরনের গল্প-চরিত্র-চিত্রনাট্যের বাইরে তিনি। তবে ক্যামেরা থেকে একেবারে দূরে ছিলেন না। নন-ফিকশন অনুষ্ঠান করেছেন বিভিন্ন সময়ে। আর নিয়মিত করেছেন উপস্থাপনা। শুধু টিভি পর্দায় নয়, দেশের বিভিন্ন করপোর