Ajker Patrika

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৫তম আসর বসবে আগামী বছরের মার্চে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, চলচ্চিত্র আহ্বান। বাংলাদেশ থেকেও অস্কারে চলচ্চিত্র পাঠানোর সুযোগ রয়েছে। ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে কয়েক বছর ধরেই অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে এখনো উল্লেখযোগ্য কোনো সাফল্য মেলেনি। ৯৫তম অস্কারের এই আসরের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি।

বাংলাদেশ কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানান, চলচ্চিত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। চলতি বছরে চলচ্চিত্রটি ধারাবাহিকভাবে সাত দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে হবে। এ ছাড়া চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল যুক্ত করতে হবে। আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো নির্ধারিত ফরমের মাধ্যমে জানা যাবে।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে সিনেমা জমার ফরম ও নিয়মাবলি সংগ্রহ করে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবছরের মতো এবারও অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের সিনেমা মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম তারই একটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত