এনসিপির কার্যালয় হবে নিপীড়িত-নির্যাতিতদের আশ্রয়স্থল: আতাউল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আজ শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।