৪ মাস বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস
চারদিকে ঝিঁঝিঁ পোকার আওয়াজ। জঙ্গলঘেরা গর্জনবাগানের ভেতর একটি হাসপাতাল। সেখানে মানুষ নয়, প্রাণীদের চিকিৎসা করা হয়। ওই হাসপাতালে চিকিৎসা চলছে ‘যমুনা’ এক হাতি শাবকের। জন্মের চার মাস পর মা হারিয়ে যমুনার ঠাঁই হয় সাফারি পার্কে। প্রায় ২৩ মাস ধরে হাসপাতালে চিকিৎসার সঙ্গে বড় হচ্ছে যমুনা...