স্বৈরাচারীর কন্যা যেভাবে কোটিপতি হলেন
গুলনারা কারিমোভার অনেক পরিচয়। তিনি পপ তারকা, কূটনীতিক ও স্বৈরশাসকের কন্যা। তাঁর আরেকটি পরিচয় হচ্ছে—‘কোটিপতি’। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, উজবেকিস্তানের সাবেক প্রেসিডেন্টের মেয়ে গুলনারা কারিমোভা লন্ডন থেকে হংকং পর্যন্ত ২৪ কোটি ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন।